নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): হরিয়ানা সরকারকে তালিবানের সঙ্গে তুলনা করে ফেললেন কৃষক নেতা রাকেশ টিকাইত। হরিয়ানার কারনালে কৃষকদের উপর পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দা করে রবিবার টিকাইত বলেছেন, “দেশে সরকারি তালিবানের কমান্ডার উপস্থিত রয়েছে।” প্রতিবাদী কৃষকদের উপরে পুলিশের লাঠিচার্জকে ঘিরে শনিবার ফের উত্তপ্ত হয়ে ওঠে হরিয়ানার কারনাল। বিক্ষোভ ওঠাতে গিয়ে লাঠিচার্জ করে পুলিশ। অন্তত ১০ জন কৃষক জখম হয়েছেন।
কারনালের ঘটনার তীব্র নিন্দা করে রবিবার ভারতীয় কিসান ইয়নিয়নের নেতা রাকেশ টিকাইত বলেছেন, “সরকারি তালিবানের দখলে চলে গিয়েছে দেশ। দেশে সরকারি তালিবানের কমান্ডার উপস্থিত রয়েছে। এই কমান্ডারদের চিহ্নিত করতে হবে। যাঁরা মাথা ফাটানোর নির্দেশ দিয়েছে, তাঁরাই কমান্ডার।”