Attacked on Swamiji of Ramakrishna Ashram : পশ্চিমবঙ্গে রামকৃষ্ণ আশ্রমের স্বামীজি আক্রান্ত আগরতলায় ধিক্কার মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট৷৷ পশ্চিমবঙ্গের রামপুরহাটে রামকৃষ্ণ সেবারাম আশ্রমে স্বামী বরুনানন্দ মহারাজের উপর তৃণমূলী অত্যাচারের প্রতিবাদে আজ আগরতলা বিক্ষোভ মিছিলে ধিক্কার জানিয়েছে বিবেকানন্দ বিচার মঞ্চ৷ মঞ্চের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সুর চড়িয়ে বলেন, ত্রিপুরায় এসে ওঁরা গণতন্ত্রের দোহাই দিচ্ছেন৷ অথচ, পশ্চিমবঙ্গে তাঁদের শাসনে তৃণমূলের সমাজদ্রোহিরা আশ্রমে ঢুকে স্বামীজির উপর দৈহিক নির্যাতন করেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন তিনি৷


এদিন রাজীব বাবু তীব্র কটাক্ষ করে বলেন, ত্রিপুরায় গণতন্ত্র নেই বলে পশ্চিমবঙ্গ থেকে কিছু মানুষ ভীষণ চিতার করছেন৷ অথচ তাঁদের শাসনে তৃণমূলের সমাজদ্রোহিরা পশ্চিমবঙ্গে মানুষের উপর অকথ্য নির্যাতন করে চলেছে৷ তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সম্পর্কে সকলেই অবগত রয়েছেন৷ এখন আশ্রমের স্বামীজিও রেহাই পাচ্ছেন না৷
তিনি বলেন, পশ্চিমবঙ্গের রামপুরহাটে রামকৃষ্ণ সেবারাম আশ্রমে ঢুকে স্বামী বরুনানন্দ মহারাজের উপর তৃণমূল আশ্রিত সমাজদ্রোহীরা অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়ার সাথে প্রচন্ড মারধর করেছেন৷ তাঁকে হত্যার উদ্দেশ্যেই ওই আক্রমণ সংগঠিত হয়েছে বলে রাজীব বাবু দাবি করেন৷ তিনি জানান, ওই ঘটনায় বিবেকানন্দ বিচার মঞ্চ ধিক্কার জানাচ্ছে৷ তাই, আজ আগরতলা বিক্ষোভ মিছিলে আমরা সকলে সামিল হয়েছি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *