নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই।। বিশালগড় থানা এলাকার ঘনিয়া মারায় কুলাঙ্গার পুত্রের হাতে আক্রান্ত হয়েছে মা-বাবা। এ ব্যাপারে বিশালগড় মহিলা থানায় অভিযুক্ত গুণধর পুত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ছেলের হাতে রক্তাক্ত মা ও বাবা। ঘটনার বিবরণে জানা যায়,ঘনিয়ামাড়া এলাকার নসু মিয়ার ছেলে জালাল মিয়া মোবাইল চার্জারের বিষয়কে কেন্দ্র করে মাকে এলোপাথাড়ি আক্রমণ করতে থাকে। সে খবর পেয়ে নসু মিয়া জমি থেকে দৌড়ে এসে স্ত্রীকে ছেলের হাত থেকে রক্ষা করতে এগিয়ে যান। তখন ঐ ছেলের হাতে মার খেতে হল বাবাকেও। জালাল মিয়া বিভিন্ন নেশা বাণিজ্য সহ বিভিন্ন কার্যক্রমে জড়িত ।আজ বাড়িতে পারিবারিক সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে মা ও বাবার উপর আক্রমণ চালায় । আক্রমণের হাত থেকে রক্ষা পায়নি বাবাও। ছেলের হাতে মা-বাবা রক্তাক্ত হওয়াকে কেন্দ্র করে গোটা ঘনিয়া মাড়াএলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনার পর থেকে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করতে থাকে নসু মিয়াকে। নসু মিয়া ঘটনাস্থল থেকে গা ঢাকা দিয়েছে।
পিতা নসু মিয়া ও উনার স্ত্রী বিশালগড় মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ছেলে জালাল মিয়ার বিরুদ্ধে। এখন দেখার বিষয় বিশালগড় থানার পুলিশ সেই ঘনিয়ামাড়া এলাকার জালাল মিয়াকে গ্রেপ্তার করতে পারে কিনা ।সেদিকে তাকিয়ে আছে এলাকার জনগণ। মা ও বাবার উপর আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছি:ছি: রব উঠেছে।