নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৫ জুলাই৷৷ যান সন্ত্রাসে বৃহস্পতিবার রাতে মদমত্ত অবস্থায় দ্রুত গতিতে বিনা হেলমেটে বাইক নিয়ে দুর্ঘটনার কবলে সুকান্ত শীল (শঙ্কু) নামে এক যুবক৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন করইলং শিশু বিহার স্থিত শনি মন্দির সংলগ্ণ এলাকায়৷
খবরে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন করইলং শিলপাড়া এলাকার বাসিন্দা সুকান্ত শীল ওরফে শঙ্কু (৩৮) দ্রুত গতিতে াইক চালিয়ে শিশু বিহার স্থিত শনি মন্দির সংলগ্ণ এলাকায় আসতেই দুর্ঘটনার কবলে পড়ে৷ পথচলতি জনগণ ঘটনা প্রত্যক্ষ করে তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের খবর দিলে তারা এসে গুরুতর আহত সুকান্ত কে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়ি পাঠিয়ে দেয়৷

