জিবি হাসপাতালে তাণ্ডব, টিএসআর জওয়ান তপন দাসের বিরুদ্ধে ভাঙচুর ও সহিংসতার অভিযোগ

আগরতলা, ৩১ জানুয়ারি : জিবি হাসপাতালে পেটের ব্যথার চিকিৎসা করাতে গিয়ে এক টিএসআর জওয়ান তপন দাস তাণ্ডব চালিয়েছেন। উত্তেজিত হয়ে তিনি ইসিজি মেশিন, স্যালাইন স্টিক ও ওষুধের টেবিল ভাঙচুর করার অভিযোগ তার বিরুদ্ধে।

এক নার্স অভিযোগ করেন, টিএসআর জওয়ান তপন দাস হাসপাতালে অপারেশনের এক রোগীকে মারধর করেছেন এবং দুই নার্সকেও আঘাত করেছেন। এছাড়া, হাসপাতালে গেটের সামনে থাকা একটি বেসরকারি মহিলা নিরাপত্তা রক্ষীও তার আক্রমণের শিকার হয়েছেন।

হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর জওয়ান তপন দাসকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতালে এই ঘটনা ঘটার পর রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং হাসপাতাল প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।

Leave a Reply