মোটরস্ট্যান্ডে সরকারি জমি দখলের অভিযোগে সরব বিশ্রামগঞ্জের মোটর শ্রমিকরা

আগরতলা, ৩১ জানুয়ারি: বিশ্রামগঞ্জ মোটরস্ট্যান্ডে সরকারি জমি দখল করে ব্যবসা চালানোর অভিযোগে শাসকদলের মোটর শ্রমিক নেতা জাকিরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার অটো ও মোটর শ্রমিকরা। শনিবার মোটরস্ট্যান্ড চত্বরে এই নিয়ে উত্তেজনা ছড়ায়।

শ্রমিকদের অভিযোগ, গত আট বছর ধরে শাসকদলের নাম ব্যবহার করে মোটরস্ট্যান্ড সিন্ডিকেটের ভেতরে প্রায় চার গণ্ডা সরকারি জমিতে ইট ও সুরকির ব্যবসা চালিয়ে আসছেন নেতা জাকির। দীর্ঘদিন কেউ বাধা না দিলেও সম্প্রতি ওই সরকারি জমিতে আরসিসি পিলার বসিয়ে ঘর নির্মাণের উদ্যোগ নিতেই আপত্তি জানান শ্রমিকরা।

তাঁদের দাবি, সরকারি জমিতে কোনওভাবেই স্থায়ী নির্মাণ করা যাবে না। শ্রমিকরা প্রশ্ন তুলেছেন—জাকির কি একাই এই এলাকার বিএমএস নেতা বা মোটর শ্রমিক নেতা? কীভাবে তিনি বছরের পর বছর সরকারি জমি দখল করে ব্যবসা চালাতে পারেন?

এদিন সমস্ত অটো ও মোটর শ্রমিক একজোট হয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন। শ্রমিকদের স্পষ্ট বক্তব্য, সরকারি জমি দখল করে বেআইনি ব্যবসা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে আনার দাবি জানিয়েছেন শ্রমিকরা।

Leave a Reply