আগরতলা, ৩১ জানুয়ারি: যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের রাধাপুর গ্রাম পঞ্চায়েতে রেগা প্রকল্পের কাজ না করেও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, রাস্তার এক কোদালও কাজ হয়নি, অথচ খাতায়-কলমে লক্ষ লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে রাধাপুর গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডের ভূমিহীন কলোনি এলাকায়। অভিযোগ অনুযায়ী, অঙ্গনওয়ারি কেন্দ্র থেকে মনোরঞ্জন নাথের বাড়ি পর্যন্ত প্রায় ৫০০ মিটার রাস্তার মাটি কাটার জন্য ৫৩৮ শ্রমদিবস দেখিয়ে মোট ১ লক্ষ ৮৫ হাজার ৩১৮ টাকা বরাদ্দ করা হয়। কিন্তু দীর্ঘ ১৫ বছরেও রাস্তার কোনো সংস্কার কাজ বাস্তবে করা হয়নি বলে দাবি এলাকাবাসীর।
সবচেয়ে বিস্ময়কর বিষয়, রাস্তার ধারে টাঙানো সাইনবোর্ডে উল্লেখ রয়েছে—চলতি অর্থ বছরের জুলাই মাসেই কাজ সম্পন্ন হয়েছে। অথচ স্থানীয়দের অভিযোগ, আজও রাস্তায় মাটির একটি কোপও পড়েনি। এই রাস্তা অঙ্গনওয়ারি কেন্দ্রে যাওয়া শিশু ও এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্থানীয়দের অভিযোগ, শাসক দলের কিছু প্রভাবশালী নেতার সহায়তা ছাড়া এমন দুর্নীতি সম্ভব নয়। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় জনমনে ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে।
এখন দেখার বিষয়, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই অভিযোগের যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে কি না।

