শহিদ দিবসে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা, স্বদেশি ভাবনা আজও প্রাসঙ্গিক: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি: মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, জাতির জনকের আদর্শ এবং স্বদেশির উপর তাঁর জোর আজও আত্মনির্ভর ও উন্নত ভারতের লক্ষ্যে এগিয়ে চলার পথে পথপ্রদর্শক।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, “জাতির জনক মহাত্মা গান্ধির মৃত্যুবার্ষিকীতে তাঁকে শত শত প্রণাম। পূজ্য বাপু সর্বদা স্বদেশির উপর বিশেষ জোর দিতেন, যা উন্নত ও আত্মনির্ভর ভারতের সংকল্পের একটি মূল ভিত্তি। তাঁর ব্যক্তিত্ব ও কর্ম দেশবাসীকে চিরকাল কর্তব্যের পথে চলতে অনুপ্রাণিত করবে।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁর চিন্তাধারা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে। তিনি লেখেন, “মহাত্মা গান্ধির মৃত্যুবার্ষিকীতে তাঁকে অগণিত প্রণাম। ভাষা, অঞ্চল ও জাতিভেদে বিভক্ত দেশকে ঐক্যবদ্ধ করেছিলেন মহাত্মা। স্বদেশি, স্বাধীনতা ও পরিচ্ছন্নতার ভাবনাকে একসূত্রে গেঁথে তিনি গড়ে তুলেছিলেন এক গৌরবময় ভারতের স্বপ্ন, যা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।”

কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গরকড়িও গান্ধিজির মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেন, “জাতির জনক মহাত্মা গান্ধির মৃত্যুবার্ষিকীতে তাঁকে সশ্রদ্ধ প্রণাম।”

কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও বিস্তারিত বার্তায় গান্ধিজির বিশ্বব্যাপী প্রভাব ও নৈতিক দর্শনের কথা তুলে ধরেন। তিনি লেখেন, “জাতির জনক মহাত্মা গান্ধির মৃত্যুবার্ষিকীতে তাঁকে বিনম্র শ্রদ্ধা। সত্য, অহিংসা ও সম্প্রীতির উপর প্রতিষ্ঠিত তাঁর জীবনদর্শন কেবল ভারত নয়, সমগ্র বিশ্বের জন্য শান্তি, নীতি ও মানবিক মর্যাদার দিশারি। সহমর্মিতা, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি নিয়ে তাঁর ভাবনা একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে দৃঢ় ভিত্তি প্রদান করে।”

মোহনদাস করমচাঁদ গান্ধি, যিনি মহাত্মা গান্ধি নামে পরিচিত, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ নেতা হিসেবে চিরস্মরণীয়। ‘অহিংসা’ ও অসহযোগ আন্দোলনের মাধ্যমে তিনি লক্ষ লক্ষ মানুষকে স্বাধীনতার লড়াইয়ে শামিল করেন এবং ব্রিটিশ শাসনের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

১৯৪৮ সালের ৩০ জানুয়ারি আততায়ীর গুলিতে নিহত হন গান্ধিজি। দিনটি প্রতিবছর ‘শহিদ দিবস’ হিসেবে পালন করা হয়। দেশজুড়ে নানা স্তরের মানুষ তাঁর শান্তি, ঐক্য ও নৈতিক সাহসের উত্তরাধিকার স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

Leave a Reply