ধর্মনগর, ৩০ জানুয়ারি: ধর্মনগর ভাগ্যপুর পঞ্চায়েত এলাকায় কুখ্যাত নেশা কারবারি হাফিজ মিয়ার বাড়িতে এসটিএফ ও বিএসএফ যৌথ অভিযান চালিয়েছে। অভিযানে ধারালো অস্ত্র, নগদ তিন লক্ষ টাকা, টাকা গোনার মেশিন, নেশা বাণিজ্যের হিসাবের খাতা, নেশা সামগ্রী প্যাকেট করার কাজে ব্যবহৃত পলিথিনের খালি প্যাকেট উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, হাবিজ মিয়া দীর্ঘদিন ধরে নেশা পাচার ও অবৈধ অর্থ লেনদেন-এর সঙ্গে যুক্ত ছিলেন। ওই অভিযোগের ভিত্তিতে আজ তার বাড়িতে অভিযান চালানো হয়েছে। অভিযানেকালে হাফিস মিয়া সহ তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেননা। তার বাড়ি থেকে ধারালো অস্ত্র, নগদ তিন লক্ষ টাকা, টাকা গুনার মেশিন, নেশা বাণিজ্যের হিসাবের খাতা, নেশা সামগ্রী প্যাকেট করার কাজে ব্যবহৃত পলিথিনের খালি প্যাকেট উদ্ধার হয়েছে।

