পানীয় জলের দাবিতে ফের সড়ক অবরোধ

কৈলাসহর, ২৯ জানুয়ারি: কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনস্হ
ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের সাত নং ওয়ার্ডের বাসিন্দারা বর্তমানে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন। দীর্ঘ এক মাস ধরে এই এলাকার মানুষজন পর্যাপ্ত পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধি সহ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানো হলেও সমস্যার স্থায়ী কোনো সমাধান হয়নি। এলাকায় ড্রেন খননের কাজ চলাকালীন সময়ে এলাকায় জল সরবরাহের পাইপ কেটে ফেলা হয়, যার ফলেই পুরোপুরি বন্ধ হয়ে যায় পানীয় জলের সরবরাহ। যদিও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে মাঝে মাঝে গাড়ি করে জল সরবরাহ করা হচ্ছে, কিন্তু তা এলাকার চাহিদার তুলনায় একেবারেই অপর্যাপ্ত বলে দাবি স্থানীয়দের।

প্রতিদিন দুবেলা করে গাড়ি দিয়ে পানীয়জল সরবরাহের কথা থাকলেও তিন দিন থেকে চার দিন পর একবেলা করে গাড়ি দিয়ে পানীয়জল সরবরাহ করা হচ্ছে। ফলে প্রতিদিনই কলসী, বালতি নিয়ে জল সংগ্রহ করতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। এই এলাকায় প্রায় কুড়ি পরিবারের মত লোক দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।

তাই আজ একপ্রকার বাধ্য হয়ে এলাকার বাসিন্দারা কলসী হাতে নিয়ে প্রতিবাদে সরব হন এবং জানান যে, যদি দ্রুত সমস্যার সমাধান না হয়, তানাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন এলাকার মানুষ। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কি ধরনের ভূমিকা গ্রহণ করে।

Leave a Reply