দেশদ্রোহের অভিযোগে অভিযুক্ত আনোয়ার হোসেনের খোঁজে ফের বিশালগড়ে এনআইএ-র হানা

আগরতলা, ২৯ জানুয়ারি: দেশদ্রোহী কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগে বিশালগড়ের কড়ইমুড়া এলাকার বাসিন্দা মানিক মিয়ার ছেলে আনোয়ার হোসেনকে খুঁজতে ফের রাজ্যে সক্রিয় হলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। বুধবার গভীর রাতে বিশালগড় থানার পুলিশের সহযোগিতায় এনআইএ-র একটি বিশেষ দল বিশালগড়ের কড়ইমুড়া এলাকায় অভিযান চালায়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গৌহাটি এনআইএ আদালত থেকে অভিযুক্ত আনোয়ার হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরই এই অভিযান চালানো হয়। আদালতের নির্দেশ অনুযায়ী অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের লক্ষ্যে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে এনআইএ তার নিজস্ব তদন্তের অংশ হিসেবে এই তল্লাশি অভিযান শুরু করে।
অভিযানের সময় এনআইএ ও রাজ্য পুলিশের যৌথ দল কড়ইমুড়া এলাকার মানিক মিয়ার বাড়িতে তল্লাশি চালায়। তবে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও অভিযুক্ত আনোয়ার হোসেনের কোনো হদিস মেলেনি। ফলে অভিযানে কাঙ্ক্ষিত সাফল্য না মিললেও তদন্ত প্রক্রিয়া যে আরও জোরদার হবে, সে ইঙ্গিত মিলেছে।

এদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই তৎপরতায় নড়েচড়ে বসেছে রাজ্য পুলিশ প্রশাসনও। নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। অভিযুক্ত আনোয়ার হোসেন কোথায় আত্মগোপন করে রয়েছে, তা জানতে তার পরিচিত মহল ও সম্ভাব্য আশ্রয়স্থলগুলিতেও নজরদারি চালানো হচ্ছে।

এদিকে আনোয়ার হোসেনের বাবা মানিক মিয়া জানান, দীর্ঘদিন ধরে তার ছেলের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। সে কোথায় থাকে সে ব্যাপারে তিনি কিছুই জানেন না।

Leave a Reply