গন্ডাছড়ার জাপানপাড়া এলাকায় মানব কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য

গন্ডাছড়ার জাপানপাড়া এলাকায় মানব কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য

আগরতলা, ২৯ জানুয়ারি:
গন্ডাছড়ার জাপানপাড়া এলাকায় একটি মানব কঙ্কাল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মানব কঙ্কাল দেখতে পেয়ে এলাকাবাসীরা পুলিশে খবর দেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গন্ডাছড়া থানার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। কঙ্কালটি উদ্ধার করে তদন্ত শুরু করা হয়েছে। কঙ্কালটি কার এবং কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া কঙ্কালটি গন্ডাছড়ার উত্তর এডিসি ভিলেজ এলাকার জাপানপাড়ার বাসিন্দা, প্রায় তিন মাস ধরে নিখোঁজ থাকা কাঠমিস্ত্রি সূর্য মোহন দাসের দেহাবশেষ হতে পারে। তবে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত জোরদার করেছে পুলিশ।

Leave a Reply