নয়াদিল্লি, ২৯ জানুয়ারি: চলতি মাসের ৩১ জানুয়ারি দ্বিতীয় ভারত–আরব পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করতে চলেছে ভারত। এই গুরুত্বপূর্ণ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবে ভারত ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
এই বৈঠকে আরব লিগের সদস্য দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীরা এবং আরব লিগের মহাসচিব অংশগ্রহণ করবেন। বৈঠকের মাধ্যমে ভারত ও আরব দেশগুলির মধ্যে রাজনৈতিক, কূটনৈতিক এবং সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার হওয়ার আশা করা হচ্ছে।
ইতিমধ্যেই বৈঠকে অংশগ্রহণের জন্য ভারতে এসে পৌঁছেছেন সুদানের পররাষ্ট্রমন্ত্রী মোহিলদিন সালিম আহমেদ ইব্রাহিম, প্যালেস্টাইনের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী ভারসেন আগাবেকিয়ান এবং কমোরোসের পররাষ্ট্রমন্ত্রী মোহামেদ এমবায়ে চ্যানফিউ।
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক মাধ্যমে এক বার্তায় এই নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, তাঁদের এই সফরের ফলে ভারত ও আরব দেশগুলির মধ্যে জনগণ-থেকে-জনগণের সম্পর্ক আরও দৃঢ় হবে।

