চণ্ডীগড়: অমৃতসর গ্রামীণ পুলিশের অভিযানে সীমান্তপারের নারকো-সন্ত্রাসী নেটওয়ার্ক ফাঁস, উদ্ধার ৪২.৯ কেজি হেরোইন ও গ্রেনেড

চণ্ডীগড়, ২৯ জানুয়ারি: পাঞ্জাবের অমৃতসর গ্রামীণ পুলিশ গ্রাম প্রতিরক্ষা কমিটি-র সহযোগিতায় এক বড়সড় সীমান্তপারের নারকো-সন্ত্রাসী নেটওয়ার্কের পর্দাফাঁস করেছে। অভিযানে উদ্ধার হয়েছে ৪২.৯ কেজি হেরোইন, চারটি হ্যান্ড গ্রেনেড, একটি স্টার-মার্ক পিস্তল এবং ৪৬ রাউন্ড কার্তুজ। বৃহস্পতিবার এখানে এ তথ্য জানান পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজিপি) গৌরব যাদব।

ডিজিপি যাদব জানান, রাজ্য সরকারের একটি প্রধান উদ্যোগ হিসেবে অভ্যন্তরীণ নিরাপত্তা ও মাদকবিরোধী কর্মকাণ্ডে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে গঠিত ভিডিসি-গুলির মাধ্যমে প্রাপ্ত নির্ভরযোগ্য ও কার্যকর গোয়েন্দা তথ্যের ফলেই এই সাফল্য এসেছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মাদক, অস্ত্র ও বিস্ফোরক আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে ড্রোনের মাধ্যমে ফেলা হয়েছিল, যা একটি সংগঠিত সীমান্তপারের নারকো-সন্ত্রাসী চক্রের জড়িত থাকার স্পষ্ট ইঙ্গিত দেয়।

ডিজিপি আরও জানান, পরবর্তী তদন্তে অমৃতসরের দুই বাসিন্দাকে আটক করা হয়েছে। পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। পাশাপাশি জব্দ করা সামগ্রীর হেফাজতের শৃঙ্খল যাচাই এবং বৃহত্তর ষড়যন্ত্র উদ্ঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে।

অভিযানের বিস্তারিত জানিয়ে বর্ডার রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সন্দীপ গোয়েল বলেন, ভিডিসি নেটওয়ার্ক থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ দল ওথিয়ান গ্রামে একটি মোটরসাইকেল আটকানোর চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা মোটরসাইকেল ও কনসাইনমেন্ট ফেলে পাশের কৃষিজমির দিকে অন্ধকার ও ভূপ্রকৃতির সুযোগ নিয়ে পালিয়ে যায়।

তিনি জানান, পুলিশ সঙ্গে সঙ্গে আশপাশের মাঠে পদ্ধতিগত তল্লাশি ও এলাকা নিয়ন্ত্রণ অভিযান চালায়, যার ফলেই মাদক, অস্ত্র ও বিস্ফোরকের পুরো চালান উদ্ধার করা সম্ভব হয়।

অমৃতসর গ্রামীণের সিনিয়র সুপারিন্টেনডেন্ট অব পুলিশ (এসএসপি) সুহাইল কাসিম মীর জানান, অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার, সামনের ও পেছনের যোগসূত্র খুঁজে বের করা এবং পুরো নেটওয়ার্ক ভেঙে দিতে নিবিড় তদন্ত চলছে।

এ ঘটনায় এনডিপিএস আইনের ২১ ও ২৫ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩, ৪ ও ৫ ধারায় অমৃতসর (গ্রামীণ) জেলার রাজাসাঁসি থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।

Leave a Reply