দুর্নীতিমুক্ত ও গুণগত নির্মাণের দাবিতে তেলিয়ামুড়ায় বিদ্যালয়ে কাজ বন্ধ, উদ্বেগে অভিভাবক মহল

আগরতলা, ২৮ জানুয়ারি: দুর্নীতিমুক্ত ও গুণগত মানসম্পন্ন নির্মাণকাজের দাবিতে তেলিয়ামুড়া মহকুমার একটি বিদ্যালয় চত্বরে সম্প্রতি কার্যত অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল এবং ছাত্রছাত্রীদের জন্য নির্মীয়মাণ সাইকেল স্ট্যান্ডে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন শনিবার নির্মাণকাজ বন্ধ করে দেন।

ঘটনার জেরে দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হওয়া উন্নয়নমূলক কাজ নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে অভিভাবক মহল ও এলাকাবাসীর মধ্যে।

জানা গিয়েছে, তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীন মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে সরকারি সম্পত্তির সুরক্ষা ও পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাউন্ডারি ওয়াল এবং সাইকেল স্ট্যান্ড নির্মাণের একটি প্রকল্প গ্রহণ করা হয়। বর্তমান বিজেপি সরকারের আমলেই এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় সরকারি বরাদ্দ মঞ্জুর হয়। উল্লেখযোগ্যভাবে, সিপিআইএম আমল থেকেই দীর্ঘ বছর ধরে বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাজ শুরু হওয়ায় এলাকায় স্বস্তির হাওয়া বইতে শুরু করেছিল।

তবে কাজ শুরু হওয়ার অল্প দিনের মধ্যেই নির্মাণ সামগ্রীর মান ও কাজের গুণগত মান নিয়ে গাফিলতির অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, ব্যবহৃত ইট, সিমেন্ট এবং নির্মাণপ্রক্রিয়ার মান অত্যন্ত নিম্নস্তরের, যা দীর্ঘস্থায়ী হওয়ার ক্ষেত্রে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। তাঁদের আশঙ্কা, এইভাবে কাজ চলতে থাকলে ভবিষ্যতে বাউন্ডারি ওয়াল বা সাইকেল স্ট্যান্ড ক্ষতিগ্রস্ত হতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে বিদ্যালয়ের পড়ুয়াদের নিরাপত্তার উপর।

এই অভিযোগকে কেন্দ্র করেই শনিবার সকালে এলাকাবাসীর একাংশ নির্মাণস্থলে পৌঁছে কাজ বন্ধ করে দেন। অভিযোগ ওঠে, কাজ চলাকালীন তদারকির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এলাকাবাসীর বক্তব্য, বিদ্যালয়ের মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণকাজ হলে নিয়মিত তদারকি ও গুণগত মান পরীক্ষা অত্যন্ত জরুরি। তা না হলে একদিকে সরকারি অর্থের অপচয় হবে, অন্যদিকে পড়ুয়াদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে।

অন্যদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, উন্নয়নমূলক কাজে ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করতে বিরোধী দল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তাঁদের দাবি, বর্তমান সরকারের আমলে শুরু হওয়া উন্নয়নমূলক কাজকে প্রশ্নবিদ্ধ করতেই এই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। যদিও বিরোধী শিবিরের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে সাধারণ মানুষ, অভিভাবক মহল ও বিদ্যালয় সংশ্লিষ্টদের একটাই স্পষ্ট দাবি—দীর্ঘ প্রতীক্ষার পর যে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়েছে, তা যেন সম্পূর্ণ স্বচ্ছতা, নিয়মনীতি এবং সর্বোপরি গুণগত মান বজায় রেখেই সম্পন্ন হয়। বিদ্যালয়ের নিরাপত্তা ও পড়ুয়াদের ভবিষ্যৎ যাতে কোনওভাবেই প্রশ্নের মুখে না পড়ে, সেই দিকেই নজর রাখার দাবি উঠেছে সর্বস্তর থেকে।

Leave a Reply