নয়াদিল্লি, ২৮ জানুয়ারি:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দিল্লির ক্যারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বার্ষিক ন্যাশনাল ক্যাডেট কোর (এনসিসি) পিএম র্যালিতে ভাষণ দেবেন। এবারের র্যালির মূল প্রতিপাদ্য ‘রাষ্ট্র প্রথম – কর্তব্যনিষ্ঠ যুব’, যেখানে জাতির প্রতি অগ্রাধিকার ও চরিত্র গঠনের ওপর বিশেষ জোর দেওয়া হবে।
এই র্যালির মাধ্যমে এক মাসব্যাপী এনসিসি রিপাবলিক ডে ক্যাম্প ২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। এবারের শিবিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ২,৪০৬ জন ক্যাডেট অংশ নেয়, যার মধ্যে ৮৯৮ জনই মেয়ে ক্যাডেট। পাশাপাশি ২১টি বিদেশি দেশ থেকে ২০৭ জন যুব প্রতিনিধি ও কর্মকর্তা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে সরকারি সূত্রে জানা গেছে।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, এবারের থিম যুবসমাজের মধ্যে কর্তব্যবোধ, শৃঙ্খলা এবং জাতীয় অঙ্গীকারের চেতনাকে তুলে ধরে। অনুষ্ঠানে এনসিসি ক্যাডেট, রাষ্ট্রীয় রঙ্গশালা ও ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস)-এর সদস্যদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। এই পরিবেশনার মাধ্যমে জাতি গঠন, সামাজিক সেবা ও চরিত্র বিকাশে যুবসমাজের ভূমিকা তুলে ধরা হবে।
এর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শিবির পরিদর্শন করে এনসিসি ক্যাডেটদের ‘দেশের দ্বিতীয় প্রতিরক্ষা লাইন’ বলে অভিহিত করেন। তিনি বলেন, বিশ্ব যখন অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন যুবসমাজকে শারীরিক, মানসিক ও আবেগিকভাবে শক্তিশালী হতে হবে এবং যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।
‘অপারেশন সিন্দুর’-এর প্রসঙ্গ উল্লেখ করে রাজনাথ সিং বলেন, “জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁওয়ে জঘন্য সন্ত্রাসী হামলার জবাবে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঘাঁটি গেড়ে থাকা সন্ত্রাসীদের ধ্বংস করেছে। আমাদের জওয়ানরা সাহস ও সংযমের পরিচয় দিয়েছে। যারা আমাদের ক্ষতি করেছে, শুধু তাদেরই লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।”
তিনি আরও বলেন, এনসিসি যুবসমাজের বিকাশের একটি উৎকৃষ্ট মঞ্চ, যা শৃঙ্খলা, দেশপ্রেম এবং মনোযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধৈর্য, ধারাবাহিকতা ও একাগ্রতা—এই গুণগুলি জীবনের বড় চ্যালেঞ্জ মোকাবিলা এবং জাতীয় দায়িত্ব পালনে অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
রাজনাথ সিংয়ের মতে, এই শিক্ষাই ভবিষ্যতে ক্যাডেটদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হয়—তা সে সশস্ত্র বাহিনীতে যোগদান হোক বা চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, বিজ্ঞানী, প্রশাসক কিংবা রাজনীতিবিদ হিসেবে কাজ করা হোক।

