ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রয়াত মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার

মুম্বই, ২৮ জানুয়ারি: মহারাষ্ট্রের রাজনীতিতে শোকের ছায়া। বুধবার সকালে পুণে জেলার বারামতিতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী তথা এনসিপি (NCP) নেতা অজিত পওয়ার। ৬৬ বছর বয়সী এই নেতার সঙ্গে থাকা আরও চারজনও এই দুর্ঘটনায় মারা গেছেন বলে জানা গেছে।

প্রাথমিক সূত্রে খবর, বুধবার সকালে মুম্বই থেকে একটি চার্টার্ড বিমানে (লিয়ারজেট ৪৫) করে বারামতির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন অজিত পওয়ার। আসন্ন জেলা পরিষদ নির্বাচনের আগে সেখানে তাঁর চারটি জনসভা করার কথা ছিল। সকাল পৌনে ৯টা নাগাদ বারামতি বিমানবন্দরে অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ভারসাম্য হারিয়ে ফেলে এবং জরুরি অবতরণের চেষ্টা করার সময় রানওয়ের কাছে ভেঙে পড়ে।

বেসামরিক বিমান চলাচল মন্ত্রক (DGCA) সূত্রে জানানো হয়েছে, বিমানে থাকা মোট ৫ জনের কেউই প্রাণে বাঁচেননি। নিহতদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার, বিমানের দুই পাইলট, অজিত পওয়ারের দুই ব্যক্তিগত নিরাপত্তা কর্মী (PSO ও অ্যাটেনডেন্ট)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই সেটিতে ভয়াবহ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে পুরো বিমানটি ভস্মীভূত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিমানের ধ্বংসাবশেষ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও উদ্ধারকারী দল। পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে।

গত মঙ্গলবারও মুম্বইতে ক্যাবিনেট বৈঠকে অংশ নিয়েছিলেন পওয়ার। তাঁর আকস্মিক প্রয়াণে স্তম্ভিত রাজনৈতিক মহল। সুপ্রিয়া সুলে সহ পওয়ার পরিবারের অন্যান্য সদস্যরা ইতিমধ্যেই বারামতির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিরোধীরাও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। “এটি একটি অপূরণীয় ক্ষতি। বারামতি তথা মহারাষ্ট্রের উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য।” — কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।
দৃশ্যমানতার অভাব নাকি অন্য কোনো যান্ত্রিক ত্রুটি, কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে DGCA।

Leave a Reply