ন্যায্য মজুরির দাবিতে ফের ডেপুটেশন, আন্দোলনে ত্রিপুরা রেশম শিল্পের রিলার ও টুইস্টার কর্মীরা

আগরতলা, ২৮ জানুয়ারি: ত্রিপুরার রেশম শিল্প রাজ্যের গণ্ডি পেরিয়ে সারা দেশজুড়ে সমাদৃত হলেও, সেই রেশম তৈরি করা শ্রমিকদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়ে চলেছেন। এমনটাই অভিযোগ তুলে ফের আন্দোলনের পথে নামলেন রেশম শিল্পের রিলার ও টুইস্টার কর্মীরা। আজ বাধ্য হয়ে নায্য মজুরি ও মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে তাঁরা হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট ও সেরিকালচার দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন।

ত্রিপুরা রেশম শিল্প রিলার ও টুইস্টার কর্মী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই তাঁরা তাঁদের শ্রমের ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না। রেশম উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত দক্ষতা ও পরিশ্রমের প্রয়োজন হলেও, বর্তমান মজুরি কাঠামো শ্রমিকদের জীবনধারণের জন্য একেবারেই অপর্যাপ্ত বলে দাবি সংগঠনের।

তাঁরা আরও জানান, ত্রিপুরার রেশম শিল্প রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় শিল্প হলেও, নীতিনির্ধারকদের অবহেলার কারণে এই শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকরা আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। বহুবার প্রশাসনের কাছে দাবি জানানো সত্ত্বেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ফের ডেপুটেশন দেওয়ার পথে হাঁটতে হয়েছে তাঁদের।

ডেপুটেশনে কর্মীদের দাবীগুলির মধ্যে রয়েছে বিজ্ঞান সম্মত উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রাজ্যের গর্ব রেশম শিল্পকে বাঁচিয়ে রাখার প্রয়াস জারি রাখা, বিকল হয়ে থাকা মেশিন পুনরায় চালু করার ব্যবস্থা করা, কর্মীদের সম কাজে সমবেতন প্রদান করা ইত্যাদি। তাঁদের আশঙ্কা, অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে রাজ্যের ঐতিহ্যবাহী রেশম শিল্পই সংকটের মুখে পড়তে পারে।

Leave a Reply