ধলাই জেলা হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লকের অনুমোদন

আগরতলা, ২৮ জানুয়ারি: ধলাই জেলার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এক বড়সড় সুখবর মিলেছে। কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ধলাই জেলা হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট একটি অত্যাধুনিক ক্রিটিক্যাল কেয়ার ব্লক নির্মাণের অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী–আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন প্রকল্পের অধীনে এই ব্লক নির্মাণে মোট ২৩.৭৫ কোটি টাকা ব্যয় হবে বলে সামাজিক মাধ্যমে জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

তিনি লেখেন, এই ক্রিটিক্যাল কেয়ার ব্লক চালু হলে ধলাই জেলার স্বাস্থ্য পরিষেবায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে। বিশেষ করে ট্রমা কেয়ার, হৃদ্‌রোগ সংক্রান্ত চিকিৎসা এবং অন্যান্য গুরুতর রোগের ক্ষেত্রে জেলা স্তরেই উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়া সম্ভব হবে। এর ফলে সংকটজনক অবস্থার রোগীদের আর আগরতলায় রেফার করার প্রয়োজন পড়বে না, যা রোগী ও তাঁদের পরিবারের জন্য বড় স্বস্তির বিষয়।

তাঁর কথায়, নতুন এই পরিকাঠামোতে আধুনিক আইসিইউ ব্যবস্থা, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। এতে করে ধলাই জেলার প্রত্যন্ত ও জনজাতি অধ্যুষিত এলাকায় বসবাসকারী মানুষেরাও উন্নত ও সময়োপযোগী চিকিৎসা পরিষেবা লাভ করবেন।

এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিকাঠামো প্রকল্পের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে. পি. নাড্ডার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। তাঁদের দূরদর্শী নেতৃত্বেই ত্রিপুরার মতো জনজাতি অধ্যুষিত রাজ্যে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

Leave a Reply