নয়াদিল্লি, ২৭ জানুয়ারি : আজ নয়াদিল্লিতে আয়োজিত ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বিজ্ঞানীদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘অপারেশন সিঁদুর’ প্রমাণ করেছে যে দেশের দেশীয় প্রযুক্তি এবং সিস্টেম আমাদের সামরিক সক্ষমতা ও অপারেশনাল প্রস্তুতিকে আরও দৃঢ় করছে।
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, অপারেশন সিঁদুর-এর সময় ডিআরডিওর উন্নত প্রযুক্তি কার্যকরভাবে যুদ্ধে ব্যবহৃত হয়েছে, যা আমাদের বাহিনীর সক্ষমতায় বড় ভূমিকা রেখেছে। তিনি রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করতে উন্নত প্রযুক্তির গবেষণা ও উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার বিষয়েও গুরুত্ব আরোপ করেন।
শ্রী সিং বলেন, আত্মনির্ভরতা আজ একটি জাতীয় মানসিকতায় রূপান্তরিত হয়েছে এবং ডিআরডিও এই প্রতিরক্ষা ক্ষেত্রে দ্রুত পরিবর্তনের সুন্দর প্রতিফলন। গত দশ বছরে সরকারের আত্মনির্ভরতা উদ্যোগের ফলে রক্ষাণাপ্রযুক্তি রপ্তানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। ২০১৪ সালে যখন এসব রপ্তানি মাত্র এক হাজার কোটি টাকার ছিল, আজ তা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার কোটি টাকায়—এ প্রতিও তিনি গুরুত্ব দিয়েছেন।
পরে দেশের রক্ষাণাপ্রযুক্তি রপ্তানি বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রতিরক্ষামন্ত্রী জানান, দেশ ২০২৯-৩০ অর্থবর্ষে ৫০ হাজার কোটি টাকার রপ্তানি লক্ষ্য অর্জনের লক্ষ্য রাখছে।
এই অনুষ্ঠানে ডিআরডিও তাদের প্রতিশ্রুতিবদ্ধ বিজ্ঞানী, প্রযুক্তিগত বিশেষজ্ঞ এবং উদ্ভাবকদের সংবর্ধনা দেয়, যারা বধির সংগ্রহ, অধ্যবসায় ও উৎকৃষ্টতার মাধ্যমে ভারতের প্রতিরক্ষা সক্ষমতার দৃঢ় ভিত্তি গড়ে তুলছেন। অনুষ্ঠানে ডিআরডিও পুরস্কার প্রকল্প ২০২৪ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণও করেন প্রতিরক্ষামন্ত্রী।
সমগ্র অংশগ্রহণকারীরা এই অর্জনগুলোর স্বীকৃতি ও দেশের নিরাপত্তা সক্ষমতা শক্তিশালী করার লক্ষ্যে ভবিষ্যৎ উদ্যোগগুলোর জন্য দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

