প্রখ্যাত তামিল পণ্ডিত ডি. জ্ঞানসুন্দরমের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি: প্রখ্যাত তামিল পণ্ডিত ও সাহিত্যিক ডি. জ্ঞানসুন্দরমের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁকে তামিল সংস্কৃতি, সাহিত্য ও বিদ্যার জগতে এক বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করেন।

সামাজিক মাধ্যম এক্স-এ করা এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ডি. জ্ঞানসুন্দরমের প্রয়াণে তিনি গভীরভাবে মর্মাহত। তামিল সংস্কৃতি ও সাহিত্যে তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তাঁর লেখনী ও আজীবন নিষ্ঠা সমাজের সাংস্কৃতিক চেতনাকে সমৃদ্ধ করেছে। তাঁর রচনা ভবিষ্যৎ প্রজন্মের পাঠক ও গবেষকদের অনুপ্রাণিত করে যাবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও স্মরণ করেন, ২০২৪ সালের জানুয়ারিতে তিরুচিরাপল্লির শ্রী রঙ্গনাথস্বামী মন্দির সফরের সময় তাঁর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। কাম্বা রামায়ণম সম্পর্কে জ্ঞানসুন্দরমের অসাধারণ দখলের কথাও তিনি উল্লেখ করেন। শোকবার্তায় তিনি প্রয়াতের পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়ে ‘ওম শান্তি’ জানান।

উল্লেখ্য, ৮৪ বছর বয়সী জ্ঞানসুন্দরম গত ২৫ জানুয়ারি চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন একজন অভিজ্ঞ তামিল পণ্ডিত এবং সেন্ট্রাল ইনস্টিটিউট অব ক্লাসিক্যাল তামিল স্টাডিজের প্রাক্তন সহ-সভাপতি।

প্রয়াত ডি. জ্ঞানসুন্দরমের পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী মানিমেকালাই এবং তিন পুত্র—সেন্থান, অরুণমোজি ও মাধবন। তাঁর মৃত্যুতে তামিল সাহিত্য মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply