আগরতলা, ২৭ জানুয়ারি: আগামী ২৯ জানুয়ারি উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় সম্মেলনে উপস্থিত থেকে রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
এদিন তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে গণতান্ত্রিক অধিকার ক্রমশ সংকুচিত হচ্ছে। সাধারণ মানুষের ন্যায্য দাবি, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক পরিসর রক্ষার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, বিভাজনের রাজনীতির মাধ্যমে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা হচ্ছে। এর বিরুদ্ধে লড়াই করে সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করতে হবে। এই লড়াইয়ে উপজাতি গণমুক্তি পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে তিনি আহ্বান জানান, সংগঠনকে আরও শক্তিশালী করে গ্রাম থেকে শহর সব স্তরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে জোরদার করতে হবে।

