আগরতলা, ২৬ জানুয়ারি: আলুর বস্তার আড়ালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাফ জব্দ করল বিএসএফ ও পুলিশের যৌথ দল। ঘটনাটি ঘটেছে আসামের পাথারকান্দি থানাধীন চেরাগী এলাকায়। এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
সূত্রের খবর, রবিবার গুয়াহাটি থেকে বহির্রাজ্যে নিষিদ্ধ নেশাজাতীয় কফ সিরাফ পাচারের গোপন খবর পায় বিএসএফের গোয়েন্দা বিভাগ। সেই তথ্যের ভিত্তিতে শিলচর সেক্টরের অধীন ১৭১ নম্বর বিএসএফ ব্যাটালিয়ন ও পাথারকান্দি পুলিশের একটি বিশেষ দল যৌথভাবে অভিযান চালায়। অভিযানে চেরাগী এলাকায় একটি ১৪ চাকার লরি আটক করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পাথারকান্দি মহকুমার অতিরিক্ত পুলিশ আধিকারিক অনির্বাণ শর্মা, থানার ওসি মানবজ্যোতি বড়ো সহ বিএসএফের ঊর্ধ্বতন আধিকারিকরা। লরিটি তল্লাশি করে প্রায় ৪০০ বস্তা আলুর আড়াল থেকে ১৫০টি কার্টনে ভরা প্রায় ৩০ হাজার বোতল নিষিদ্ধ কফ সিরাফ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া কফ সিরাফের বর্তমান বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা। এই পাচারচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হোজাই জেলার ট্রাক চালক মহন্ত সিংহ ও বিহারের সহ-চালক বলু কুমারকে আটক করা হয়েছে। পাশাপাশি পাচারের কাজে ব্যবহৃত ১৪ চাকার লরিটিও বাজেয়াপ্ত করা হয়।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। পুরো পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

