আগরতলা, ২৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সিপিআই(এম)-এর রাজ্য দপ্তরে অনুষ্ঠিত হয় এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠান। সকালবেলায় পার্টির রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে দেশের প্রতি শ্রদ্ধা ও দেশের সংবিধান ও গণতান্ত্রিক চেতনার প্রতি অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এদিন পার্টির পক্ষ থেকে রতন ভৌমিক দলীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রতন দাস, শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং রাজ্য দপ্তরের সদস্যরা। এদিন জিতেন্দ্র চৌধুরী বলেন, প্রজাতন্ত্র দিবস কেবল জাতীয় ইতিহাস উদযাপনের দিন নয়, বরং এটি নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্যের প্রতীক।

