বিশ্বজুড়ে শুভেচ্ছা জানাল ভারতকে, ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে

নয়াদিল্লি, ২৬ জানুয়ারি: ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোমবার বিশ্বের নানা দেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। রাশিয়া, বাংলাদেশ, ইরান, চীন, এবং জাপানসহ একাধিক দেশ ভারতকে সংবিধান গ্রহণের ৭৭ বছর পূর্তি উপলক্ষে অভিনন্দন জানায়। ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার পর থেকে এই দিনটি প্রতি বছর দেশের জাতীয় উৎসব হিসেবে পালিত হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে তার “বন্ধু জাতি” হিসেবে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানায়। “ইসলামিক রিপাবলিক অব ইরান ভারত সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা ও সম্পর্ক বৃদ্ধিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ,” ইরান মন্ত্রণালয়ের টুইটে বলা হয়।

ভারতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ভারতবাসীকে ৭৭তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। একাধিক ভারতীয় ভাষায় পোস্ট করে তিনি লিখেছেন, “বাংলাদেশ ভারতকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাচ্ছে।”

নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোর ভারতীয় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন, “আমি অত্যন্ত সম্মানিত, দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে উপস্থিত থাকতে পেরে। ভারতের আকাশে আমেরিকান বিমান উড়তে দেখে আমি গর্বিত।”

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের সঙ্গে চীনের সম্পর্ককে “ভালো প্রতিবেশী, বন্ধু এবং অংশীদার” হিসেবে উল্লেখ করে প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ভারত এবং চীনকে “ড্রাগন ও হাতি একসাথে নাচছে” বলে অভিহিত করেছেন, যা তার একাধিক বার ব্যবহৃত একটি উক্তি।

রাশিয়ার ভারতীয় রাষ্ট্রদূত ডেনিস আলিপভ এক ভিডিও বার্তার মাধ্যমে ভারতের বিভিন্ন ভাষায় শুভেচ্ছা জানান। তিনি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাংলাসহ ১২টি ভারতীয় ভাষায় শুভেচ্ছা বার্তা প্রদান করেন।

ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ফন ডার লায়েন, যিনি দিল্লির কার্তব্যপথে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টুইট করেছেন, “এটি আমার জীবনের একটি অসাধারণ সম্মান। একটি সফল ভারত বিশ্বকে আরও স্থিতিশীল, সমৃদ্ধ এবং নিরাপদ করে তোলে।”

জাপানের রাষ্ট্রদূত কেয়িচি ওনো ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “ভারতের সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, আমি প্রজাতন্ত্র দিবসের এই আনন্দে অংশগ্রহণ করতে মুখিয়ে আছি।”
বিশ্বের বিভিন্ন দেশের শুভেচ্ছা ভারতের সঙ্গে সম্পর্কের গভীরতা এবং পারস্পরিক শ্রদ্ধার পরিচয় দেয়, যা এদেশের আন্তর্জাতিক সম্পর্ককে আরও দৃঢ় করে।

Leave a Reply