প্রজাতন্ত্র দিবসের আগেই বড় সাফল্য, নাগৌরে ৯,৫৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার, গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ২৬ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবস উদযাপনের একদিন আগে বড়সড় সাফল্য পেল রাজস্থান পুলিশ। নাগৌর জেলার একটি খামার থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে নাগৌরের হারসৌর গ্রামে অভিযান চালায় রাজস্থান পুলিশ। সেখানকার একটি মাঠ থেকে ১৮৭টি বস্তায় ভরা মোট ৯,৫৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়। নাগৌরের পুলিশ সুপার মৃদুল কচ্ছাওয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া অ্যামোনিয়াম নাইট্রেটের পরিমাণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ অতীতে একাধিক বড় বিস্ফোরণ কাণ্ডে এই রাসায়নিক ব্যবহার হয়েছে। বিশেষ করে ২০২৫ সালের নভেম্বর মাসে দিল্লির লালকেল্লা সংলগ্ন বিস্ফোরণেও এই উপাদানের যোগসূত্র পাওয়া গিয়েছিল।

ঘটনাস্থল থেকেই হারসৌর গ্রামের বাসিন্দা সুলেমান খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আগে থেকেই তিনটি অপরাধমূলক মামলা রয়েছে।

পুলিশ বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রীও বাজেয়াপ্ত করেছে। এর মধ্যে রয়েছে— ৯ কার্টন ডেটোনেটর, ১২ কার্টন ও ১৫ বান্ডিল নীল ফিউজ তার, ১২ কার্টন ও ৫ বান্ডিল লাল ফিউজ তার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি বৈধ ও অবৈধ খনন কাজে যুক্ত ব্যক্তিদের কাছে বিস্ফোরক সরবরাহ করত বলে অভিযোগ।

এই ঘটনায় বিস্ফোরক আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার আরও জানান, উদ্ধারকাণ্ডের বিষয়ে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ইতিমধ্যেই জানানো হয়েছে। বৃহত্তর তদন্তের স্বার্থে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরাও সুলেমান খানকে জিজ্ঞাসাবাদ করতে পারেন।

ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Leave a Reply