খয়েরপুরে পুলিশ ফাঁড়ির ব্যারাকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড

আগরতলা, ২৬ জানুয়ারি : ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে খয়েরপুরের পুলিশ ফাঁড়ির ব্যারাক সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দুটি মোটরসাইকেল ও সব আসবাবপত্র ভস্মীভূত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনে পুরো ব্যারাক জ্বলতে শুরু করে। খবর পেয়ে দুটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আনুমানিক ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ এখনও জানানো হয়নি। স্থানীয় প্রশাসন ও পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Leave a Reply