আগরতলা, ২২ জানুয়ারি: কমলসাগর বিধানসভার অন্তর্গত উত্তম ভক্ত চৌমুনী থেকে ফুলতলী পর্যন্ত চলমান পাকা রাস্তা সংস্কারের কাজ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব।
এদিন তিনি নিজে রাস্তার পরিস্থিতি পরিদর্শনে যান এবং দেখতে পান, ঠিকাদারের ইশারায় চলা সংস্কারকাজের মান অত্যন্ত নিম্নমানের। এমন অবস্থা দেখে বিধায়িকা ক্ষেপে অগ্নি শর্মা হয়ে ওঠেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তা সংস্কারের জন্য দাবি জানানো হলেও কাজের মান সন্তোষজনক নয়। সরু গর্ত, অসমান লেয়ার এবং ভাঙাচোরা পিচিং এলাকাবাসীর জন্য দৈনন্দিন যাতায়াতকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
বিধায়িকা অন্তরা সরকার দেব হুঁশিয়ারি দিয়ে বলেন, নিম্নমানের কাজ কোনোভাবেই স্থানীয়দের জন্য গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ঠিকাদার ও দপ্তরের ওপর কঠোর নজরদারি চলবে এবং দ্রুত মানসম্মত সংস্কারের ব্যবস্থা করতে হবে।
এছাড়াও তিনি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন, এলাকার মানুষের নিরাপত্তা এবং চলাচলের সুবিধার কথা মাথায় রেখে কাজের গুণগত মান নিশ্চিত করতে।

