কৈলাসহর, ২২ জানুয়ারি: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের বাবুর বাজার থেকে টিলা বাজারগামী সড়কের মধ্যবর্তী এলাকায় গতকাল সকালে ভয়াবহ বাইক দুর্ঘটনার ঘটনা ঘটে। বেপরোয়া গতিতে বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন দুই ছাত্র। তাদের মধ্যে এক জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপরজন গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আহত ছাত্রের নাম মইন উদ্দিন, আজ তারও মৃত্যু হয়। দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার সময় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পরে অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেওয়া হলে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত দুই ছাত্রকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে পাঠায়। সেখানে জানা যায়, এক ছাত্রের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। অপর ছাত্রের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে জিবি হাসপাতালে রেফার করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তারও। দ্রুতগতির কারনে অকালে ঝরে গেছে দুটি তাজা প্রাণ। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

