কৈলাসহর, ২২ জানুয়ারি: কৈলাসহর থানার পুলিশ গতকাল গভীর রাতে ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করেছে। এই বিষয়ে আজ সকালে কৈলাসহর থানার ওসি তাপস মালাকার সংবাদমাধ্যমকে জানান, গতকাল রাত্রিবেলা গোপন সূত্রে পুলিশ খবর পায় যে কৈলাসহর যুবরাজনগর এলাকার বাসিন্দা মফিক মিয়া নামে এক যুবক শহরের বিভিন্ন স্থানে ব্রাউন সুগার নিয়ে ঘোরাফেরা করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ব্রাউন সুগার উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনের অধীনে একটি মামলা রুজু করা হয়েছে। মামলাটির নম্বর ৫/২০২৬। আজ অভিযুক্তকে কৈলাসহর থানা থেকে জেলা দায়রা আদালতে প্রেরণ করা হবে।
এছাড়াও, এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে জানান কৈলাসহর থানার ওসি তাপস মালাকার।

