আগরতলা, ২১ জানুয়ারি : রাজ্যের ভি আই পি দের নিরাপত্তার জন্য প্রচুর পুলিশ কর্মী থাকা সত্ত্বেও, কাঞ্চনমালা এলাকার নিরাপত্তার দায়িত্ব বর্তমানে মাত্র দুইজন এসপিও জোয়ানের ওপর নির্ভর করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা লক্ষীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বহু বছর ধরে একটি ডিএআর ক্যাম্প স্থাপিত আছে। আগে এখানে প্রচুর পুলিশ কর্মী দায়িত্বে থাকলেও বর্তমানে সংশ্লিষ্ট দপ্তর এলাকার নিরাপত্তা বজায় রাখার চিন্তা না করে একের পর এক ক্যাম্প থেকে পুলিশদের স্থানান্তর করছে।
বর্তমানে ক্যাম্পে কর্মী সংখ্যা মাত্র দুইজন। এই অবস্থায় স্থানীয়রা উদ্বিগ্ন, প্রশ্ন তুলছেন এই দুইজন কর্মী কি শুধু নিজেদের নিরাপদ রাখতে পারবে, নাকি গোটা কাঞ্চনমালা এলাকা এবং বিদ্যালয়টি সুরক্ষা দিতে পারবে?
স্থানীয়দের অভিযোগ, ক্যাম্পে কর্মী সংখ্যা কম হওয়ায় রাতের অন্ধকারে বিদ্যালয়ের মাঠে মাদকসেবীরা জাগ্রত হয়ে মদের বোতল নিয়ে আসর জমায়, এবং ক্যাম্পের দুই এসপিও জোয়ান এই ঘটনা প্রতিরোধে কার্যকরভাবে পদক্ষেপ নিতে পারছেন না।
স্থানীয় এলাকাবাসী এবং বিদ্যালয়ের পক্ষ থেকে বুধবার সাংবাদিকদের জানানো হয়েছে, লক্ষ্মীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং কাঞ্চনমালা এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ডিএআর ক্যাম্পে আরও পুলিশ কর্মী মোতায়েন করতে হবে। দুইজন আরক্ষা কর্মী দিয়ে পুরো এলাকা ও স্কুলের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, তারা মূলত নিজেরাই নিজের নিরাপত্তা বজায় রাখতে হিমশিম খাচ্ছেন।
এ বিষয়ে স্থানীয়রা রাজ্য আরক্ষা প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং দাবি জানিয়েছেন দ্রুত পদক্ষেপ নিতে হবে। এখন দেখার বিষয়, সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট দপ্তর ও রাজ্য সরকার কাঞ্চনমালা এলাকার জনগণ ও বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে কেমন ভূমিকা গ্রহণ করে।

