আগরতলা, ২০ জানুয়ারি : ন্যাশনাল ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে গোমতী জেলা কংগ্রেস। আজ গোমতী জেলা কংগ্রেস দলের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন গোমতী জেলা কংগ্রেস দলের জেলা সভাপতি টিটন পাল, প্রদেশ কংগ্রেস দলের সাধারণ সম্পাদক মিলন কর সহ জয়দেব কান্তি রায় ও নিত্য গোপাল সাহা।
সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ জানান, গত ১৬ই জানুয়ারি জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ন্যাশনাল ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার বিষয়ে এক যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। দেশের তরুণ প্রজন্মের প্রতিভা তুলে ধরতে এবং তাদের উৎসাহিত করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান নেতারা।
তারা আরও বলেন, এই ন্যাশনাল ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্য তথা গোমতী জেলার যুবসমাজকে এই প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়।
কংগ্রেস নেতৃত্বের মতে, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সৃজনশীলতার বিভিন্ন ক্ষেত্রে লুকিয়ে থাকা প্রতিভাকে জাতীয় স্তরে তুলে ধরা সম্ভব হবে। সাংবাদিক সম্মেলন শেষে নেতৃবৃন্দ এই প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে বলেও জানান।

