কিশ্তওয়ারে জইশ জঙ্গিদের গোপন বাঙ্কারের হদিস, পাহাড়ি জঙ্গলে তল্লাশি অভিযান জারি

শ্রীনগর, ২০ জানুয়ারি: জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ার জেলায় দুই জইশ-ই-মহম্মদ জঙ্গি—সইফুল্লা ও আদিলের খোঁজে টানা তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা ও নিরাপত্তাবাহিনী। পাহাড়ি জঙ্গলে তল্লাশি চালানোর সময় সেনার হাতে উঠে এল জঙ্গিদের একটি গোপন ডেরা বা বাঙ্কারের হদিস, যা দেখে রীতিমতো স্তম্ভিত নিরাপত্তাবাহিনী।

সেনা সূত্রে খবর, সোমবার প্রায় ১২ হাজার ফুট উচ্চতায় পাহাড়ি জঙ্গলের মধ্যে ওই বাঙ্কারটির সন্ধান মেলে। গাছের আড়ালে এমন নিখুঁতভাবে বাঙ্কারটি তৈরি করা হয়েছিল যে, দূর থেকে চিহ্নিত করা কার্যত অসম্ভব। শুধু তাই নয়, উল্টো দিক থেকে হামলা হলে যাতে সহজেই প্রতিরোধ করা যায়, সেই অনুযায়ী বাঙ্কারের নকশা তৈরি করা হয়েছিল বলে জানা গেছে।

ওই গোপন ডেরা থেকে বিপুল পরিমাণ রসদ উদ্ধার হয়েছে। সেনারা সেখানে পান ৫০ প্যাকেট ম্যাগি, প্রচুর কাঁচা সবজি, চাল, রান্নার যাবতীয় সরঞ্জাম এবং শুকনো কাঠ। উদ্ধার হওয়া সামগ্রীর পরিমাণ দেখে সেনা কর্তাদের অনুমান, দীর্ঘদিন ধরেই জঙ্গিরা ওই ডেরায় আত্মগোপন করে ছিল। এমনকি কয়েক মাসের খাবারের মজুত সেখানে রাখা হয়েছিল বলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

সেনা সূত্রের দাবি, স্থানীয়দের সহযোগিতা ছাড়া এত দুর্গম এলাকায় এই ধরনের বাঙ্কার নির্মাণ এবং এত বিপুল পরিমাণ খাবার ও রসদ মজুত করা সম্ভব নয়। সেই সন্দেহের ভিত্তিতেই ইতিমধ্যেই চার জন স্থানীয় বাসিন্দাকে আটক করা হয়েছে। জঙ্গিদের আর কারা কারা সাহায্য করেছিল, তা জানতে তদন্ত চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত তিন দিন ধরে কিশ্তওয়ারে জোরদার জঙ্গিদমন অভিযান চলছে। রবিবার রাতে জঙ্গিদের ছোড়া গ্রেনেড হামলায় সাত জন জওয়ান আহত হন। পরে তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকেই সইফুল্লা ও আদিলের খোঁজে অভিযান আরও তীব্র করা হয়েছে। মঙ্গলবার এই অভিযান তৃতীয় দিনে পড়ল, তবে এখনও পর্যন্ত দুই জঙ্গির কোনও সন্ধান মেলেনি।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাস থেকে কিশ্তওয়ার জেলায় ‘অপারেশন ট্র্যাশ-১’ নামে জইশ-ই-মহম্মদ বিরোধী জঙ্গিদমন অভিযান চালানো হচ্ছে। নিরাপত্তাবাহিনী জানিয়েছে, জঙ্গিদের নিকেশ না করা পর্যন্ত অভিযান চলবে।

Leave a Reply