অষ্টম বেতন কমিশন: ফিটমেন্ট ফ্যাক্টরই নির্ধারণ করবে বেতন ও পেনশন বৃদ্ধির অঙ্ক

নয়াদিল্লি, ২০ জানুয়ারি: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা অষ্টম বেতন কমিশনের গঠন হওয়ার পর থেকেই নতুন বেতন ও পেনশন কাঠামো নিয়ে স্পষ্ট নির্দেশনার অপেক্ষায় রয়েছেন। প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে গঠিত এই কমিশন শীঘ্রই ফিটমেন্ট ফ্যাক্টর চূড়ান্ত করে কেন্দ্রের কাছে সুপারিশ পেশ করবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্র সরকারের অনুমোদনের পর গ্রুপ A, B, C ও D কর্মচারীদের জন্য সংশোধিত বেতন কাঠামো কার্যকর হবে এবং সেই সঙ্গে পেনশনও পুনর্নির্ধারিত হবে।

তবে বাস্তবে বেতন কতটা বাড়বে, তা মূলত নির্ভর করবে কমিশনের প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টরের উপর—এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম।

ফিটমেন্ট ফ্যাক্টর হল একটি গুণক, যার মাধ্যমে কর্মচারীর বর্তমান বেসিক পে সংশোধিত করা হয়। উদাহরণ হিসেবে, সপ্তম বেতন কমিশনে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগের ফলে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ৭,৪৪০ বেসিক পে বেড়ে১৮,০০০ হয়েছিল।

নেক্সডিগম-এর ডিরেক্টর (পেরোল সার্ভিসেস) রামচন্দ্রন কৃষ্ণমূর্তি জানান, বেতন বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ধারক হবে ফিটমেন্ট ফ্যাক্টর। একই মত পোষণ করেছেন কার্মা ম্যানেজমেন্ট গ্লোবাল কনসাল্টিং সলিউশনস প্রাইভেট লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ভিশন অফিসার প্রাতিক বৈদ্য। তাঁর কথায়, “অষ্টম বেতন কমিশনে বেতন বৃদ্ধির মূল চাবিকাঠি হবে ফিটমেন্ট ফ্যাক্টরই।”

ফলে কমিশনের চূড়ান্ত সুপারিশে ফিটমেন্ট ফ্যাক্টর কত নির্ধারিত হয়, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগী।

Leave a Reply