আগরতলা, ২০ জানুয়ারি: তেবাড়িয়া–বামুটিয়া এলাকায় ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এয়ারপোর্ট থানাধীন তেবাড়িয়া–বামুটিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে এই চুরির ঘটনা ঘটে। মর্নিং স্কুল শুরুর আগেই দুষ্কৃতীরা বিদ্যালয়ে ঢুকে চুরি চালায় বলে জানা গেছে।
বিদ্যালয় সূত্রে খবর, সরস্বতী পুজোর জন্য তোলা প্রায় পাঁচ হাজার টাকা নগদ এবং একটি ঘন্টা নিয়ে চম্পট দেয় চোরের দল। সকালে স্টাফ রুম খুলতেই বিষয়টি নজরে আসে। প্রধান শিক্ষক তপন সরকার স্টাফ রুমে ঢুকে দেখেন, ঘরের সমস্ত আলমারি ও গডরেজের দরজা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং ভেতরের জিনিসপত্র সম্পূর্ণ এলোমেলো হয়ে আছে।
এরপরই বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয় এবং সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, ঘটনার পিছনে কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা। তাঁদের অভিযোগ, এলাকায় বারবার চুরির ঘটনা ঘটলেও নিরাপত্তার কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
চুরির ঘটনার পর বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। আতঙ্কিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহল দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি বিদ্যালয়ে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং রাতে নজরদারি বাড়ানোর দাবিও জোরালো হয়েছে।

