জাতীয় সড়ক সুরক্ষা মাস–২০২৬ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

আগরতলা, ২০ জানুয়ারি: জাতীয় সড়ক সুরক্ষা মাস–২০২৬ উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধ ও যানচালকদের মধ্যে সচেতনতা বাড়াতে একমাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন ও খোয়াই জেলা পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে তেলিয়ামুড়া নেতাজি নগর বাসস্ট্যান্ডে একটি সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম সন্দীপ দেববর্মা, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষান সহ প্রশাসন, পুলিশ ও পরিবহন দপ্তরের অন্যান্য আধিকারিকরা।

অনুষ্ঠানের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় শহরের বিভিন্ন সড়কের পাশে যানবাহনের অবৈধ পার্কিং নিয়ে ট্রাফিক দপ্তরের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, অবৈধ পার্কিংয়ের কারণে শহরের যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। ভবিষ্যতে যেন এই ধরনের সমস্যা না হয়, সে বিষয়ে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি মহকুমা পুলিশ আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করেন।

কর্মসূচিতে যানবাহন চালকদের হেলমেট ব্যবহার, সিটবেল্ট পরা, ট্রাফিক নিয়ম মেনে চলা ও সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সড়ক সুরক্ষা মাস জুড়ে এ ধরনের আরও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Leave a Reply