আগরতলা, ১৭ জানুয়ারি : বড়জলা বৈরাগীটিলা এলাকায় জমি মাফিয়ার দৌরাত্ম্যে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকরা। ওই এলাকার অমিত দেবনাথ নামে এক ব্যক্তির বিরুদ্ধে কানি কানি কৃষিজমি অবৈধভাবে ভরাট করে তা বাস্তুতে রূপান্তরের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে।
স্থানীয় কৃষকদের দাবি, দীর্ঘদিন ধরে যে উর্বর কৃষিজমিতে তাঁরা চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছেন, সেই জমি ধ্বংসের মুখে পড়ায় বহু পরিবার গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছে। পরিকল্পিতভাবে কৃষিজমি ভরাট করে বসতি গড়ে তোলার চেষ্টা চলছে বলে অভিযোগ, যার ফলে কৃষিকাজ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নীরবতার সুযোগ নিয়েই এই অবৈধ কার্যকলাপ ক্রমশ বেড়ে চলেছে। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে এসে এক কৃষকের স্ত্রী শিবানী আচার্জী ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, কৃষিজমি রক্ষা করা না গেলে তাঁদের পরিবারের জীবিকা সম্পূর্ণভাবে বিপন্ন হয়ে পড়বে।
শিবানী আচার্জী বলেন, যে জমিতে আমরা বছরের পর বছর চাষ করে সংসার চালিয়েছি, সেই জমি যদি বাস্তু করে ফেলা হয়, তাহলে আমাদের বাঁচার আর কোনও পথ থাকবে না। প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত তদন্ত করে এই অবৈধ কাজ বন্ধ করা হোক।
তিনি ডি সি এম, ডিএম এবং রাজ্যের কৃষিমন্ত্রীর কাছে দ্রুত হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আবেদন জানান।

