আগরতলা, ১৭ জানুয়ারি: সাত সকালে বিলোনিয়া থানার অন্তর্গত পাইখোলা থেকে বালুটিলা যাওয়ার রাস্তার উপর একটি অটো থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশের প্রাথমিক ধারনা, ওই ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থার চাপে বিষপান করে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। যদিও মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আজ সকালে স্থানীয়রা অটোটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অটো থেকে হিজং দেবনাথ নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। তিনি দীর্ঘদিন ধরে ঋণের চাপে জর্জরিত হয়ে পড়ে বলে পরিবারের সূত্রে জানা গিয়েছে।
এদিকে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ ও প্রাথমিক তদন্ত শুরু করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশের প্রাথমিক ধারনা, ওই ব্যক্তি বিষপান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

