পুঁথিবা লাই হারাওবা উৎসবের উদ্বোধন করবেন সাংসদ বিপ্লব, চলবে ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত

আগরতলা, ১৬ জানুয়ারি: রাজ্যের মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক পরম্পরা পুথিবা লাই-হারাওবা উৎসব এ বছর ১৬তম বর্ষে পদার্পণ করেছে। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী এই ঐতিহ্যবাহী “লাই-হারাওবা” উৎসব ও গ্রামীণ মেলা, যা চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।

রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এবং পৃথিবা লাইহারাওবা কমিটি ও পুথিবা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটির যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের শুভ সূচনা হবে ১৯ জানুয়ারি বিকেল ৫টা ৩০ মিনিটে, অভয়নগরস্থিত পৃথিবা দেবতা মন্দির প্রাঙ্গণে।

উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মণিপুরের মহারাজা ও রাজ্যসভার সাংসদ লেইসমবা সানাচাওবা। এছাড়াও সম্মানীয় অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন দীপক মজুমদার, মেয়র ও বিধায়ক, ভগবান দাস, বিধায়ক, মণিপুরের বিধায়ক এল. সুচীন্দ্র মেইতেই, সমাজকর্মী পাপিয়া দত্ত, মেয়র-ইন-কাউন্সিল হীরালাল দেবনাথ এবং পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার (আইএএস)।

উৎসব চলাকালীন মণিপুর থেকে আগত খ্যাতনামা অমাইবা ও অমাইবী শিল্পীরা পেনা খোংবা পরিবেশন করবেন। পাশাপাশি থাংতা-সহ বিখ্যাত মার্শাল আর্ট, নৃত্য, গান ও বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে রাজ্য ও রাজ্যের বাইরের শিল্পীরা অনুষ্ঠানে অংশ নেবেন। উৎসবের সঙ্গে সঙ্গে একটি গ্রামীণ মেলাও আয়োজন করা হয়েছে, যা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।

উৎসবের সমাপ্তি দিবস ২৩ জানুয়ারি বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান। সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন রামাপদ জমাতিয়া বিধায়ক। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন মনিকা দাস দত্ত, ডেপুটি মেয়র, আগরতলা পৌর নিগম এবং ভাস্বতী দেববর্মা, কর্পোরেটর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রশান্ত বাদল নেগী (আইএএস), অধিকর্তা, পর্যটন দপ্তর এবং প্রফেসর ইবুহল মেইতেই, সভাপতি, রিফর্মস্, মণিপুর।

উদ্বোধনী ও সমাপনী উভয় অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করবেন যথাক্রমে সিনাম দীপক কুমার সিংহ এবং আর. কে. রাজেশ সিংহ।

উৎসবের প্রতিদিন সন্ধ্যায় থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, মাইবা-মাইবী নৃত্য, পেনা নৃত্য, মার্শাল আর্ট প্রদর্শনীসহ মনোজ্ঞ পরিবেশনা। আয়োজক কমিটির পক্ষ থেকে এই ঐতিহ্যবাহী উৎসবকে সফল করে তুলতে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে।

Leave a Reply