মহারাষ্ট্র পুরসভা ভোটে কালি বিতর্ক: নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘গ্যাসলাইটিং’-এর অভিযোগ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি : মহারাষ্ট্রের পুরসভা নির্বাচনে, বিশেষ করে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) ভোটে ভোটারদের আঙুলে মার্কার পেন ব্যবহারের অভিযোগ ঘিরে শুক্রবার তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
এক্স-এ দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, “নির্বাচন কমিশন নাগরিকদের ‘গ্যাসলাইট’ করছে—এভাবেই আমাদের গণতন্ত্রে মানুষের আস্থা ভেঙে পড়েছে। ভোট চুরি একটি দেশবিরোধী কাজ।”
বিরোধী দলগুলির অভিযোগ, ভোটারদের আঙুলে যে কালি লাগানো হয়েছে, তা সহজেই মুছে যাচ্ছে, ফলে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। তবে রাজ্য নির্বাচন কমিশনার দীনেশ ওয়াঘমারে এই অভিযোগ খারিজ করে বলেন, ২০১১ সাল থেকেই মহারাষ্ট্রে স্থানীয় স্বশাসন নির্বাচনে মার্কার পেন ব্যবহার করা হচ্ছে এবং এই কালি অমোচনীয়।
রাহুল গান্ধীর মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। দলের জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এক্স-এ লেখেন, “অজুহাত বাহিনী আবার সক্রিয়! ভোটগণনা শেষ হওয়ার আগেই কি পরাজয় মেনে নিচ্ছেন? রাহুল আবার সেই পুরনো কৌশলেই ফিরেছেন—বদনাম, বিকৃতি ও বিভ্রান্তি ছড়ানো। ঠাকরেদের অভিযোগই এখন ঘুরিয়ে ফিরিয়ে বলছেন তিনি। বিহারের নির্বাচনে ‘ভোট চুরি’র অভিযোগ করে শেষ পর্যন্ত কী বেরিয়েছিল?”
আট বছর পর অনুষ্ঠিত হওয়া বিএমসি নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৫২.৯৪ শতাংশ, এমনটাই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ভোটগ্রহণ সম্পন্ন হয়।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ১ কোটি ৩ লাখ ৪৪ হাজার ৩১৫ জন নথিভুক্ত ভোটারের মধ্যে ৫৪ লক্ষ ৭৬ হাজার ৪৩ জন ভোট দেন। এর মধ্যে পুরুষ ভোটার ছিলেন ২৯ লক্ষ ২৩ হাজার ৪৩৩ জন, মহিলা ভোটার ২৫ লক্ষ ৫২ হাজার ৩৫৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ২৫১ জন। সংখ্যার বিচারে মহিলাদের তুলনায় প্রায় ৩.৭ লক্ষ বেশি পুরুষ ভোট দেন।
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ গোটা বিতর্ককে উড়িয়ে দিয়ে বলেন, “নির্বাচন কমিশন অতীতেও বহুবার মার্কার পেন ব্যবহার করেছে। আমার মনে হয়, কেউ কেউ আগামীকালের ফলাফলের জন্য এখন থেকেই অজুহাত তৈরি করছেন।”
উল্লেখ্য, দেশের সবচেয়ে ধনী পুরসভার এই নির্বাচন ঘিরে শিবসেনা (ইউবিটি)-এমএনএস জোটও অভিযোগ তুলেছিল, যদিও তা নির্বাচন কমিশন অস্বীকার করেছে। ২০১৭ সালে শেষবার বিএমসি নির্বাচন হয়েছিল। তৎকালীন মেয়র কিশোরী পেডনেকরের মেয়াদ শেষ হয় ২০২২ সালের মার্চে। প্রায় চার বছর পর এই নির্বাচনের মাধ্যমে মুম্বই নতুন মেয়র পেতে চলেছে।

Leave a Reply