মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ: এসআইআর-এর শুনানিতে আধার কার্ড গ্রহণে অস্বীকৃতি, বিজেপি-রাজ্যগুলিতে ছাড়

কলকাতা, ১৬ ডিসেম্বর : সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও নাগরিকত্বের প্রমাণ হিসেবে এসআইআর (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও রেজিস্ট্রেশন) শুনানিতে আধার কার্ড গ্রহণ করা হচ্ছে না, এমন অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তরবঙ্গে রওনা হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “সুপ্রিম কোর্ট আধার কার্ড গ্রহণের কথা বললেও তা এখনও গ্রহণ করা হচ্ছে না। এমনকি প্রাক্তন বিদেশ সচিব ও বিশিষ্ট সমাজকর্মী অমর্ত্য সেনকেও এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। আদালতে মামলা চলছে, আদালত যা সিদ্ধান্ত নেবে আমরা তা মেনে নেব। আমরা সব সময় সাধারণ মানুষের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে এই লড়াই চলবে।”

এছাড়া, এসআইআর শুনানির প্রসঙ্গে আরও অভিযোগ করেন তিনি যে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে এসআইআর-এ বেশ কিছু নথি গ্রহণে ছাড় দেওয়া হলেও বাংলায় সাধারণ মানুষকে অযথা হয়রানির শিকার করা হচ্ছে। “বিজেপি শাসিত রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় অনেক নথিতে ছাড় দেওয়া হচ্ছে, তবে এখানে তা করা হচ্ছে না। এটা বিজেপির পরিকল্পনা, কারণ তারা জানে নির্বাচনে তারা পারবে না, তাই তারা অশান্তি সৃষ্টি করছে,” মন্তব্য করেন মমতা।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “বিএলও (ব্লক লেভেল অফিসার) চাপের মধ্যে পাগল হয়ে যাচ্ছে। কী সাংঘাতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাংলায় কেন এসব হচ্ছে? অন্য রাজ্যে সব নথি গ্রহণ করা হচ্ছে, তবে এখানে কেন তা হচ্ছে না? চেয়ারের নিরপেক্ষতা রক্ষা করুন, মানুষ আপনাকে শ্রদ্ধা করবে।”

বেলডাঙায় এসআইআর-এহেন অভিযোগের প্রতিবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অশান্তি তৈরি করা হচ্ছে বলেও দাবি করেন।

Leave a Reply