আগরতলা, ১৬ জানুয়ারি: চম্পকনগর চিন্তারাম কোবরা পাড়ায় সংঘটিত বৃদ্ধা হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম লিটন দেববর্মা। সে নিহত বৃদ্ধার প্রতিবেশী বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনার পর থেকেই তদন্তে নেমে জিরানিয়া থানার পুলিশ লিটন দেববর্মাকে সন্দেহভাজন হিসেবে আটক করে। প্রাথমিক তদন্তে তার ভূমিকা নিয়ে একাধিক অসঙ্গতি ধরা পড়ায় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও গুরুত্বপূর্ণ তথ্য ও সূত্র উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনার পেছনের প্রকৃত কারণ ও অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি চম্পকনগরের সিতান কোবরা পাড়া এলাকায় নিজ ঘর থেকে উদ্ধার হয়েছিল অবসরপ্রাপ্ত মহিলা কর্মচারী, ৮০ বছর বয়সি লবারুন দেববর্মার রক্তাক্ত মৃতদেহ। বৃদ্ধা লবারুন দেববর্মা একাই ওই বাড়িতে বসবাস করতেন। তার সঙ্গে আত্মীয়-পরিজনের কেউ থাকতেন না। প্রতিবেশী শচীন দেববর্মা নিয়মিত তার দেখাশোনা করতেন এবং প্রতিদিন খাবার দিয়ে যেতেন। শচীন দেববর্মা জানান, প্রতিদিনের মতো ওইদিন সকাল প্রায় ১০টা নাগাদ তিনি খাবার দিতে এসে বহুবার ডাকাডাকি করেন। কিন্তু ঘরের দরজা বন্ধ থাকায় এবং কোনও সাড়া না পেয়ে তিনি ভেবেছিলেন বৃদ্ধা ঘুমিয়ে আছেন। পরে তিনি খাবার নিয়ে ফিরে যান।
দুপুর নাগাদ পুনরায় বাড়িতে এসে আবারও কোনও সাড়াশব্দ না পেয়ে তিনি স্থানীয়দের খবর দেন। এরপর বেশ কয়েকজন এলাকাবাসী ছুটে এসে ঘরের দরজা খুলে ঘরে প্রবেশ করেন। তখনই দেখা যায়, ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বৃদ্ধার নিথর দেহ।

