মুর্শিদাবাদে এসআইআর শুনানি শিবিরে হিংসা, আইনি পদক্ষেপ নির্বাচন কমিশনের

কলকাতা, ১৫ জানুয়ারি: মুর্শিদাবাদের ফারাক্কায় বিশেষ নিবিড় সংশোধন শুনানি শিবিরে হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে আইনি পদক্ষেপ শুরু করল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দফতর সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বিডিও অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন।

সিইও দফতর আরও জানিয়েছে, ঘটনার বিস্তারিত পর্যালোচনার জন্য জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-এর কাছ থেকে এফআইআরের কপি তলব করা হয়েছে। কমিশনের তরফে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের অভিযোগ, ওই শুনানি শিবিরে ভাঙচুরের ঘটনা ঘটে স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতেই। যদিও এই অভিযোগ নিয়ে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।

ঘটনায় সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি ও শুনানি শিবিরের কাজে ব্যাঘাত ঘটেছে বলে জানা গিয়েছে। দোষীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে প্রশাসন। পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Leave a Reply