আগরতলা, ১৫ জানুয়ারি: বর্তমান টিএমসি সরকার ও তার আগে বামফ্রন্ট—উভয় শাসনামলেই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কার্যত ধ্বংস হয়েছে। তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করে আজ আগরতলায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই তীব্র আক্রমণ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।
তাঁর অভিযোগ, বর্তমান টিএমসি সরকার ও তার আগে বামফ্রন্ট—উভয় শাসনামলেই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কার্যত ধ্বংস হয়েছে। পশ্চিমবঙ্গের মান সম্মান রক্ষার লড়াইয়ে নেমেছে বিজেপি। পশ্চিমবঙ্গকে ধ্বংস করে দিয়েছে টিএমসি ও বামফ্রন্ট সরকার। দেড় কোটি যুবসমাজ পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে গেছে রুজি রুটির আশায়। সাত হাজার ছোট বড় কারখানা পশ্চিমবঙ্গ সরকারের নীতির কারণে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে।
আগরতলায় সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরে সাংসদ দেব বলেন, টিএমসি’র বহুল প্রচারিত স্লোগান ‘মা, মাটি, মানুষ’ বাস্তবে সাধারণ মানুষের কোনও উপকারে আসেনি। তাঁর দাবি, এক সময় পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারের মোট রাজস্বের ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত অবদান রাখত। কিন্তু কমিউনিস্টদের শাসন ও পরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপোর নেতৃত্বে সেই অবদান নেমে এসেছে এক অঙ্কে।
তিনি আরও অভিযোগ করেন, রাজ্যের শাসকরা জনস্বার্থ নয়, ব্যক্তিগত আয়ের দিকেই বেশি মনোযোগ দিয়েছেন। অগাধ সম্ভাবনা থাকা সত্ত্বেও রাজ্যকে চরম আর্থিক সংকটে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সাংসদ।
অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিপ্লব কুমার দেব বলেন, পশ্চিমবঙ্গে ঋণের বোঝা ভয়াবহ আকার নিয়েছে। আজ সেখানে প্রতিটি মানুষ ঋণগ্রস্ত—এমনকি সদ্য জন্মানো শিশুও ঋণ নিয়ে জন্মাচ্ছে। সদ্যোজাত একটি শিশুর মাথাতেও ৭৭ হাজার টাকার ঋণ রয়েছে। ২০২৫ সাল পর্যন্ত হিসেব করলে মাথাপিছু ঋণ প্রায় ২ লক্ষ ৫২ হাজার টাকা, অথচ মাথাপিছু আয় মাত্র ১ লক্ষ ২৯ হাজার টাকার কাছাকাছি, এমনটাই দাবি করেন তিনি।
শিল্পক্ষেত্রের অবনতি ও বেকারত্ব নিয়েও সরব হন সাংসদ। তাঁর দাবি, প্রায় ৭ হাজার ছোট-বড় শিল্প বন্ধ হয়ে গেছে বা রাজ্য ছেড়ে চলে গেছে। এর ফলে প্রায় দেড় কোটি যুবক কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কড়া মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, রাজ্যে অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার হার এখনও এক অঙ্কেই রয়ে গেছে। “পুলিশ সঠিকভাবে তদন্ত করে না, বিচার পাওয়া যায় না,” বলেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই জনমত বদলাতে শুরু করেছে। “মানুষ বিজেপিকে সমর্থন করছে, আর আজ সাধারণ মানুষ লড়াই করছে—বিজেপি তাদের পাশে দাঁড়িয়ে আছে,” মন্তব্য করেন বিপ্লব কুমার দেব।
বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজ্যের শাসনব্যবস্থা, অর্থনীতি ও আইনশৃঙ্খলা নিয়ে চলমান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই সাংসদের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু করেছে।

