নিজ ঘর থেকে ৮০ বছরের বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১৪ জানুয়ারি: চাঞ্চল্যকর ও নৃশংস খুনের ঘটনায় আতঙ্ক ছড়ালো চম্পকনগরের সিতান কোবরা পাড়া এলাকায়। নিজ ঘর থেকে উদ্ধার হল অবসরপ্রাপ্ত মহিলা কর্মচারী, ৮০ বছর বয়সি লবারুন দেববর্মার রক্তাক্ত মৃতদেহ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে, বৃদ্ধা লবারুন দেববর্মা একাই ওই বাড়িতে বসবাস করতেন। তার সঙ্গে আত্মীয়-পরিজনের কেউ থাকতেন না। প্রতিবেশী শচীন দেববর্মা নিয়মিত তার দেখাশোনা করতেন এবং প্রতিদিন খাবার দিয়ে যেতেন। শচীন দেববর্মা জানান, প্রতিদিনের মতো আজও সকাল প্রায় ১০টা নাগাদ তিনি খাবার দিতে এসে বহুবার ডাকাডাকি করেন। কিন্তু ঘরের দরজা বন্ধ থাকায় এবং কোনও সাড়া না পেয়ে তিনি ভেবেছিলেন বৃদ্ধা ঘুমিয়ে আছেন। পরে তিনি খাবার নিয়ে ফিরে যান।

দুপুর নাগাদ পুনরায় বাড়িতে এসে আবারও কোনও সাড়াশব্দ না পেয়ে তিনি স্থানীয়দের খবর দেন। এরপর বেশ কয়েকজন এলাকাবাসী ছুটে এসে ঘরের দরজা খুলে ঘরে প্রবেশ করেন। তখনই দেখা যায়, ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বৃদ্ধার নিথর দেহ।

ঘটনার খবর দেওয়া হয় জিরানীয়া থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এটি একটি খুনের ঘটনা। ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, খুনকাণ্ডে জড়িত অভিযুক্ত বা অভিযুক্তদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে। কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা জানতে তদন্ত জোরদার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চম্পকনগর সিতান কোবরা পাড়া এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply