বৃদ্ধ বাবার উপর নির্যাতনের অভিযোগ, এলাকাবাসীর হাতে গণধোলাই রাষ্ট্রবাদীর

আগরতলা, ১৪ জানুয়ারি :বৃদ্ধ বাবার উপর নির্যাতনের অভিযোগে এক রাষ্ট্রবাদীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। ওই ঘটনায় শ্রীনগর থানার অন্তর্গত ৮ নম্বর পাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরেই তাঁর বৃদ্ধ বাবার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাচ্ছিলেন বলে অভিযোগ। আজ সকালেও মদমত্ত অবস্থায় তাঁর বাবাকে মারধর করে। ওই নির্যাতনের মাত্রা চরমে পৌঁছালে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। এরপর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ধরে ফেলেন এবং তাকে গণধোলাই দেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শ্রীনগর থানার পুলিশ। পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। এদিকে, দমকলকর্মীরা আহত অবস্থায় বৃদ্ধ বাবাকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। বৃদ্ধ বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হচ্ছে।

এলাকাবাসীর দাবি, কঠোর শাস্তির মাধ্যমেই এই ধরনের অমানবিক ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।

Leave a Reply