পুর নিগমের চার বছর পূর্তি উপলক্ষে ওয়ার্ডে ওয়ার্ডে সামাজিক কর্মসূচি

আগরতলা, ১৩ জানুয়ারি: পুর নিগমের চার বছর পূর্তি উপলক্ষে শহরের বিভিন্ন ওয়ার্ডে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির মধ্যে রয়েছে রক্তদান শিবির থেকে শুরু করে একাধিক সামাজিক কর্মকাণ্ড।

মঙ্গলবার পুর নিগমের ১৪ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেবের উদ্যোগে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মেয়র জানান, পুর নিগমের চার বছর পূর্তি উপলক্ষে এই ধরনের সমাজকল্যাণমূলক উদ্যোগ সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামী দিনেও পুর নিগমের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মসূচি গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।

Leave a Reply