আগরতলা, ১৩ জানুয়ারি: মানুষের সমস্যায় সবসময় সাহায্যের হাত নিয়ে পাশে দাঁড়াতে হবে। আমাদের সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের জন্য কাজ করছে। মহিলাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন করতে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার।
আজ আগরতলা পুর নিগমের অধীন ৩২ নং এবং ৩৪ নং ওয়ার্ডের জনগণের মধ্যে শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশেগ্রহণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
এই কার্যক্রমে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, গতকালও এধরণের কর্মসূচি করা হয়েছে। এধরণের উদ্যোগে আপনাদের মতো আমরাও খুশি অনুভব করি। কাউকে সাহায্য করলে নিজেরও লাভ হয়। মানুষের সমস্যায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটাই মানবিকতা। দুর্যোগপূর্ণ সময়েও মানুষকে সহায়তা করার সুযোগ আসে। অনেকে ভোট দেওয়ার সময় ভোট চাইতে আসেন। কিন্তু এধরণের সামাজিক কার্যক্রম আমরা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে করছি। এতে মানুষের সঙ্গেও সংযোগ স্থাপন করা যায়।
আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাসের উপর গুরুত্ব দিয়েছেন। এগুলি শুধু কথার কথা নয়, এর গুরুত্ব অপরিসীম। আর ভারতীয় জনতা পার্টির মূল মন্ত্র হচ্ছে সেবাই আমাদের ধর্ম। সেবার মধ্যেই একটা আধ্যাত্মিক ভাবনা জড়িয়ে রয়েছে। যা আমাদের পার্টির মধ্যে রয়েছে। এধরণের কাজের মাধ্যমে একের সঙ্গে অপরের সংযোগ স্থাপন করা যায়। যেমন রক্তদানের মাধ্যমেও অন্যের সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপিত হয়। কার রক্ত কখন কোথায় যায় সেটা কেউ জানে না। এসবই সামাজিক দায়িত্ব ও কর্তব্য।
মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক। তাঁর দিক নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। তিনি আমাদের প্রতিটি মানুষের কাছে যেতে বলছেন। আমরা লাখপতি দিদি তৈরি করার উদ্যোগ নিয়েছি। মহিলাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন করতে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। সেই দিশায় স্ব সহায়ক দলগুলিকে শক্তিশালী করা হচ্ছে। আগে মাত্র চার হাজারের মতো স্ব সহায়ক দল ছিল। সেই জায়গায় এখন প্রায় ৫৬ হাজার হয়েছে। মহিলাদের আয় বৃদ্ধি হলে তাদের নিজেদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এই ত্রিপুরাকে একটা নতুন ত্রিপুরা হিসেবে গড়ে তোলা আমাদের লক্ষ্য।
ডাঃ সাহা বলেন, মাঝেমধ্যে উশৃঙ্খলতা বিষয়ে শোনা যায়। কিন্তু আমাদের সরকার কখনোই উশৃঙ্খলতাকে বরদাস্ত করবে না। যারা এখনো ভুলপথে চলছে তারা যাতে সেই রাস্তা পরিহার করে। অন্যথায় অভিভাবক হিসেবে আমরা যা যা করার সেটা করবো। আমরা চাই রাজ্যে শান্তি বজায় রাখতে। ত্রিপুরায় এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। যদিও বিরোধীরা অনেক কিছু বলে থাকেন। তাদের কাজই হচ্ছে বিরোধিতা করা। তারা মানুষের সঙ্গে যুক্ত নেই আর। তারা এখন ফোনের মাধ্যমে আর প্রেস কনফারেন্স করে রাজনীতি করে। আর আমরা মাঠে ময়দানে নেমে মানুষের জন্য কাজ করি।
এদিন এই সামাজিক কার্যক্রমে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্যামল কুমার দেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
——-

