দক্ষিণ ত্রিপুরায় যৌথ অভিযানে পরিত্যক্ত স্থান থেকে ২৪০টি শাড়ি উদ্ধার

আগরতলা, ১২ জানুয়ারি: দক্ষিণ ত্রিপুরা জেলায় পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে বিপুল পরিমাণ শাড়ি উদ্ধার হয়েছে। সোমবার এসআই রূপসাধন জামাতিয়া, ওসি এসআরপি ওপির নেতৃত্বে পুলিশের একটি দল এবং ৬৯ ব্যাটালিয়ন বিএসএফ, খেদাবাড়ির জওয়ানদের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে গৌরাঙ্গবাজার এলাকার বাগানটিলা সংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে মোট ২৪০টি শাড়ি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উদ্ধারকৃত শাড়িগুলির কোনও বৈধ দাবিদারকে চিহ্নিত করা সম্ভব না হওয়ায়, প্রযোজ্য আইন মেনে বিএনএসএস-এর ১০৬ ধারায় সমস্ত শাড়ি বাজেয়াপ্ত করা হয়। এই প্রক্রিয়া সাক্ষীদের উপস্থিতিতেই সম্পন্ন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত সামগ্রীগুলি যথাযথভাবে তালিকাভুক্ত করে সিলমোহর দেওয়া হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ ও প্রয়োজনীয় তদন্তের জন্য সুরক্ষিত হেফাজতে রাখা হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এর সঙ্গে কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, শাড়িগুলি পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল।

Leave a Reply