মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফের চিঠি মুখ্য নির্বাচন কমিশনারকে, ভোটারদের হয়রানি নিয়ে প্রশ্ন

কলকাতা, ১২ জানুয়ারি : এসআইআর প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই বিভিন্ন ইস্যুতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন তিনি। এটি ছিল তাঁর পঞ্চম চিঠি। এতে, সাধারণ মানুষের হয়রানি এবং কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে অভিযোগ করেছেন তিনি।

গত শনিবার, চতুর্থ চিঠি দেওয়ার পর, মমতা বন্দ্যোপাধ্যায় আরও কিছু গুরুতর প্রশ্ন তুলেছেন। তিন পাতার ওই চিঠিতে তিনি বলেছেন, “কেন অমর্ত্য সেন, জয় গোস্বামী, মহম্মদ শামি, দেব-কে হিয়ারিংয়ের নোটিস পাঠানো হলো?” পাশাপাশি, ৭৭ জনের মৃত্যুর দায় কে নেবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

এবার মমতার অভিযোগ, ভোটারদের প্রমাণপত্র জমা দেওয়ার পরও তা গ্রহণ করা হচ্ছে না। চিঠিতে তিনি লিখেছেন, “ভোটাররা তাঁদের যোগ্যতার প্রয়োজনীয় নথি জমা দিচ্ছেন, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সেই নথির জন্য কোনও যথাযথ স্বীকৃতি বা রসিদ দেওয়া হচ্ছে না। পরবর্তীতে সেই নথিগুলিকে ‘Not Found’ হিসেবে দেখানো হচ্ছে বা বলা হচ্ছে রেকর্ডে নেই। এর ফলে ভোটারদের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হচ্ছে।”

এদিকে, মুখ্যমন্ত্রীর অভিযোগের মধ্যে একটি বড় প্রশ্ন উঠে এসেছে, কেন মাত্র দুই মাসে এসআইআর প্রক্রিয়া শেষ করার তাড়াহুড়ো করা হচ্ছে। এর পাশাপাশি, নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত অন্যান্য অসঙ্গতির বিষয়ে মমতা আরও বিস্তারিত তথ্য তুলে ধরতে চেয়েছেন।

এটি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা এবং জনগণের স্বার্থ রক্ষায় কমিশন সর্বদা সতর্ক থাকছে বলে সূত্রের খবর।

Leave a Reply